অর্জনসমুহঃ
(ক) দুধ উপাদনঃ বৃদ্ধি
(খ) মাংস উৎপাদন বৃদ্ধি
(গ) ডিম উৎপাদন বৃদ্ধি
প্রাণিজ আমিষ উৎপাদনঃ
ক্রমিক নং |
অর্থ বছর |
দুধ(মিলিয়ন মে.টন) |
মাংশ |
ডিম ( বিলিয়ন) |
১ |
২০০৯-২০১০ |
২.৩৭ |
১.২৬ |
৫.৭৪ |
২ |
২০১৬-২০১৭ |
৯.২৮ |
৭.১৫ |
১৪.৯৩ |
প্রাণিজ আমিষের প্রাপ্যতাঃ
ক্রমিক নং |
অর্থ বছর |
দুধ (মিলি/জন/প্রতি) |
মাংশ(গ্রাম/জন/দিন) |
ডিম ( টি/জন/বছর) |
১ |
২০০৯-২০১০ |
৪৪.৩৮ |
২৩.৭২ |
৩৯.৩৩ |
২ |
২০১৬-২০১৭ |
১৫৭.৯৭ |
১২১.৭৪ |
৯২.৭৫ |
জেলার উৎপাদনের চিত্রঃ
ক্রমিক নং |
কার্যক্রমের নাম |
অর্থ বৎসর |
|
২০০৮-২০০৯ |
২০১৭-২০১৮ |
||
১ |
ডিম ( সংখ্যা ) |
১৮,০০,০০০ |
৪,২০,০০০০০ |
২ |
দুধ ( মে.টন ) |
১১,১২০ |
১৮,২০০ |
৩ |
মাংস মে.টন) |
১০,৯০০ |
১৬,৫২০ |
(ঘ) দারিদ্র হ্রাসকরণ ও কর্মসংস্থান সৃষ্টিঃ ২০০৯-২০১৬-১৭ অর্থ বছর পর্যমত্ম প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক মোট ১৪০৮৮ জন বেকার যুবক,যুব-মহিলা,দুস্থ মহিলা,ভহমিহীন ও প্রামিত্মক কৃষককে গবাদিপশু ও হাঁস-মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব ঘোচানোর চেষ্ঠা করা হয়েছে ।
(জ) এভিয়ান ইফ্লুয়েঞ্জা/বার্ড ফ্লু নিয়ন্ত্রনঃ এভিয়ান ইনফ্লুযয়েঞ্জা প্রতিরোধকল্পে ৫টি উপজেলা সার্ভিল্যান্স কার্যক্রম জনোটিক এবং ইনফেকসাস রোগের সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালিত হচ্ছে ।
(ঝ) প্রোজেনী টেস্টেড বুল ঘোষনাঃ জাত উন্নয়নের মাধ্যমে গবাদিপশুর উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দেশে প্রথমবারের মত প্রোজেনী টেষ্টেডপ ষাঁড় উৎপাদনে সফলতা এসেছে। শেরপুর জেলার এই প্রকল্পের আওতায় সকল উপজেলায় কার্যক্রম চলছে ।
(ঞ)গবাদি পশুর রিন্ডারপেষ্ট মুক্ত বাংলাদেশ ঘোষণাঃ এই রোগটি নির্মূল করার লক্ষ্যে সারাদেশে গত কয়েক দশকে গবাদিপশুতে একাধিকক্রমে রিন্ডারপেষ্ট টিকা প্রয়োগ করা হয় । অবশেষে ২০১০ সালে World Organisation for Animal Health (OIE) কর্তৃক বালাদেশকে রিন্ডারপেষ্ট মুক্ত ঘোষণা করে ।
(ট) বিনামূল্যে এস,এম,এস এর মাধ্যমে পরামর্শ সেবাঃ ই-সার্ভিসের অংশ হিসেবে কৃষক/খামারীগণ অতি সহজে তাদের হাঁস-মুরগি,গবাদিপশুর যে কোন সমস্যা সমাধানের জন্য ১৬৩৫৮ নম্বরে যে কোন মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে বিনামূল্যে পরামর্শ সেবা পাচ্ছেন ।
(ঠ) দুগ্ধ খামারিদের ঋণ প্রদানঃ বাংলাদেশকে দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ২০০ কোটি টাকার ঋণ বিতরণের কর্মসূচী হাতে নেয়া হয়েছে । এরই ধারাবাহিকতায় শেরপুর জেলায় ১,২৮,৩০,০০০/-টাকা ঋণ বিতরণ করা হয়েছে ।
(ড) প্রাণিসম্পদ সেবা সপ্তাহঃ ২০১৮ইং সালে অত্র জেলা ও উপজেলাসমুহ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ/১৮ইং যথাযথ ভাবে উদযাপন করা হয়েছে ।
(ঢ) মাংসল জাতের গরম্ন উৎপাদনঃ প্রাণিজ আমিষের ঘাটতি পূরণের লক্ষ্যেদেশের আবহাওয়া উপযোগী সংকর জাতের বীফ ব্রীড উন্নয়নের লক্ষ্যেআমেরিকা থেকে ১০০% ব্রাহমা জাতের হিসায়িত সিমেন আমদানী করে দেশী জাতের গাভীর সাথে প্রজনন করতঃ মাংসল জাতের গরম্নর উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে ।এই প্রকল্পের আওতায় শেরপুর জেলার ২টি উপজেলা (নালিতাবাড়ী ও নকলা ) কার্যক্রম চলছে ।
(থ) আত্মনির্ভরশীলতা অর্জনঃ দেশীয় গরম্নয ছাগলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কোরবানীর পশুর চাহিদা পূরণ বর্তমান সরকারের একটি বড় ধরম্ননের সাফল্য ।
(দ) প্রাণিজ পন্য ও উপজাত রপ্তানিঃ বাংলাদেশ থেকে প্রাণিজ খাদ্য ও প্রাণিজ অপ্রচলিত উপজাত বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে ।
(ধ)পুষ্টিমান সম্পন্ন সুষতকম খাদ্য প্রাপ্যতা বৃদ্ধিঃ ২০০৯-১০ অর্থ-বছরে মাংস,দুধ,ও ডিমের জন প্রতি প্রাপ্যতা ছিল যথাক্রমে২৩.৭২গ্রাম/দিন,৪০.৩৮মি.লি/দিন ও ৩৯টি/বছর। বর্তমানে মাংস,দুধ ও ডিমের জন প্রতি প্রাপ্যতা বেড়ে যথাক্রমে ১২১.৭৪ গ্রাম/দিন,১৫৭.৯৭মি.লি/দিন ও ৯২.৭৫টি/বছর এ উন্নীত হয়েছে যা দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে গুরম্নত্বপূর্ন ভুমিকা রাখছে ।
(ন) নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাসত্মবায়নঃ পশুখাদ্যে ফরমালিনসহ বিভিন্ন নিষিদ্ধ রাসায়নিক পদার্থ ও ভেজাল মিশ্রণে কুফর সম্পর্কে জনসচেতনতা সূষ্টির লক্ষ্যেএ পর্যমত্ম ৩৬০টি সভা/ সেমিনার,মাইকিং,বিল বোর্ড স্থাপন,লিফলেট বিতরণ ও ষ্টেকহোল্ডারদেরকে প্রষিক্ষন প্রদান করা হয়েছে ।
মানবসম্পদ উন্নয়ন ও কারিগরি শিক্ষার প্রসারঃ বর্ণিত সময়ে ঝিনাইদহ সরকারী ভেটেরিনারী কলেজ প্রতিষ্ঠিত হয়েছে । আরও ৪টি প্রাণিসম্পদ ডিপেস্নামা ইনষ্টি&&টউট স্থাপনের কার্যক্রম চলমান আছে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS